বাংলাদেশ সুপ্রীমকোর্ট, হাইকোর্ট বিভাগে ব্যক্তিগত কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার ফলাফল গত ১৯.১২.২০১৬ ইং তারিখে প্রকাশিত হয়েছে। এই ফলাফল বাংলাদেশ সুপ্রীমকোর্টের ওয়েবসাইটে ও অন্যান্য নোটিশ বোর্ডে এক সাথে প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী “ব্যক্তিগত কর্মকর্তা” পদের শুন্যপদ পূরনের লক্ষ্যে বিগত ২৭.০৯.২০১৬ইং তারিখে লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল।
Comments
Tuesday, December 20, 2016
বাংলাদেশ সুপ্রীমকোর্ট হাইকোর্ট বিভাগে ব্যক্তিগত কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে
বাংলাদেশ সুপ্রীমকোর্ট, হাইকোর্ট বিভাগে ব্যক্তিগত কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার ফলাফল গত ১৯.১২.২০১৬ ইং তারিখে প্রকাশিত হয়েছে। এই ফলাফল বাংলাদেশ সুপ্রীমকোর্টের ওয়েবসাইটে ও অন্যান্য নোটিশ বোর্ডে এক সাথে প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী “ব্যক্তিগত কর্মকর্তা” পদের শুন্যপদ পূরনের লক্ষ্যে বিগত ২৭.০৯.২০১৬ইং তারিখে লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল।
Sunday, December 11, 2016
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচী
বিপিএলের জমজমাট আসর শেষ করে দুই ভাগে আগামী ৮ ও ১০ ডিসেম্বর অস্ট্রেলিয়া যাবে ২২ সদস্যের এ দলটি। সেখানে ১০ দিনের ক্যাম্প শেষে নিউজিল্যান্ড উড়ে যাবে তারা। ২২ জনের সবাই নিউজিল্যান্ডে যাবেন বলে জানান নান্নু। সেখান থেকে ওয়ানডে সিরিজ শেষে পাঁচজন খেলোয়াড় ফিরে আসতে পারেন বলেও উল্লেখ করেন প্রধান নির্বাচক।
নিউজিল্যান্ড সফরের জন্য ২২ সদস্যের স্কোয়াড :
তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক,
মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, সৌম্য সরকার,
মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, শুভাগত হোম,
নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর
রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শুভাশীষ রায়, রুবেল হোসেন,
এবাদত হোসেন ও তানভির হায়দার।
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড এর খেলার সময় সুচিঃ
Thursday, December 8, 2016
আজ চাঁদপুর মক্ত দিবস---
আজ “চাঁদপুর মুক্ত দিবস” । ১৯৭১ সালের মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনীর তীব্র আক্রমন পাক হানাদার বাহিনীর সদস্যরা সইতে না পেরে ৮ ডিসেম্বর ভোরেই নৌ-পথে চাঁদপুর ছেড়ে যেতে বাধ্য হয়। ফলে চাঁদপুর হয় শক্রমুক্ত। এই দিনে চাঁদপুর থানার সম্মুখে বিএলএফ বাহিনীর প্রধান মরহুম রবিউল আউয়াল কিরণ চাঁদপুরে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।
Wednesday, December 7, 2016
ফেইসবুক প্রোফাইলে দেওয়া আপনার ছবি কারা ব্যবহার করছে দেখে নিন---
আপনার আপলোড করা ছবি কারা কারা ব্যবহার করছে তা দেখতে পারেন এইভাবে-
রিভার্স ইমেজ সার্চ
করে বের করতে
পারেন আপনার নির্দিষ্ট ফটোটি
আর কোথায় কোথায়
ব্যবহৃত হয়েছে। http://tineye.com/ সাইটে গিয়ে
আপনার ফটো আপলোড
করে অথবা ফটোর
ইমেজ লিঙ্ক দিয়ে
সার্চ করলেই পেয়ে
যাবেন আর কোথায়
এটি ব্যবহৃত হয়েছে। এভাবে
খুব সহজেই এবং
ফ্রি আপনার ইমেজ
ব্যবহারকারীদের
ধরতে পারবেন। এ ছাড়াও
বিভিন্ন ব্রাউজার যেমন
মজিলা, ক্রোম ইত্যাদির জন্য
রয়েছে আলাদা এড-অনস সুবিধা।
Tuesday, December 6, 2016
টাইটানিকের মতোই বিশাল জাহাজ বানাচ্ছে চীন- - -
দেড় হাজার যাত্রীকে নিয়ে টাইটানিক এখনও ঘুমিয়ে রয়েছে অতলান্তিক মহাসাগরের অতলে। একশো বছরের বেশি সময় কেটে গিয়েছে। কিন্তু, এতটুকু কৌতূহল কমেনি সুবিশাল আড়ম্বরপূর্ণ যাত্রিবাহী ওই প্রমোদতরীকে নিয়ে। ইতিহাসের পাতা থেকে কখনও সিনেমার পর্দায়, কখনও স্মৃতিবিজড়িত জিনিসের নিলামে টাইটানিককে খুঁজে পাই আমরা। কিন্তু, যদি সত্যি আবার জলে ভাসে ১৯১২ সালের ১০ এপ্রিল ডুবে যাওয়া সেই টাইটানিক! অনেকটা দুধের সাধ ঘোলে মেটানোর মতো করে ফিরে আসছে টাইটানিক। সৌজন্যে চিন।
Monday, December 5, 2016
বাংলাদেশ সুপ্রীম কোর্ট, আপীল বিভাগের “নিম্নমান সহকারী কাম-মুদ্রাক্ষরিক” পদে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে--
বাংলাদেশ সুপ্রীম কোর্ট, আপীল
বিভাগের “নিম্নমান সহকারী কাম-মুদ্রাক্ষরিক” পদে সরাসরি নিয়োগের নিমিত্ত বিগত ০৯/০৯/২০১৬ খ্রি: তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল
অদ্য ০৫/১২/২০১৬ খ্রি: তারিখে বাংলাদেশ সুপ্রীমকোর্টের ওয়েব সাইটে প্রকাশিত হয়েছে।
বাংলাদেশ সুপ্রীমকোর্ট, হাইকোর্ট
বিভাগের ওয়েব সাইটে এই ফলাফল পাওয়া যাবে।
পরীক্ষার ফলাফল এই খানে দেখুন-
“নিম্নমান সহকারী কাম-মুদ্রাক্ষরিক”
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা আগামী ১৭/১২/২০১৬ খ্রি: তারিখ সকাল ১০.০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। এবং মৌখিক পরীক্ষা আগামী ১৭/১২/২০১৬ খ্রি: তারিখ দুপুর ০১.০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
ব্যবহারিক পরীক্ষার স্থানঃ আই.টি শাখা, এনেক্স ভবন, বাংলাদেশ সুপ্রীমকোর্ট, হাইকোর্ট বিভাগ, ঢাকা।
মৌখিক পরীক্ষার স্থানঃ মূল ভবনের ৩য় তলা, কক্ষ নং-৩০১, অতিরিক্ত রেজিষ্ট্রার, বাংলাদেশ সুপ্রীমকোর্ট, আপীল বিভাগ, ঢাকা।
ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশ গ্রহনের জন্য
ইতোপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র অবশ্যই সাথে আনতে হবে। নতুন কোন প্রবেশ পত্র প্রার্থীদের
নামে ইস্যু করা হবে না।
বাংলাদেশ সুপ্রীমকোর্টের ওয়েব সাইটের ঠিকানা: www.supremecourt.gov.bdBangladesh Supreme court Job result 2016 বাংলাদেশ সুপ্রীমকোর্ট, হাইকোর্ট বিভাগের ”মুদ্রাক্ষরিক তখা অফিস সহকারী পদে মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট
বিভাগের “মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী” এর শূণ্য পদে সরাসরি নিয়োগের নিমিত্ত বিগত
২৩/০৯/২০১৬ খ্রি: এবং ২৪/০৯/২০১৬ খ্রি: তারিখে অনুষ্ঠিত প্রাথমিক মৌখিক পরীক্ষার ফলাফল
অদ্য ০৫/১২/২০১৬ খ্রি: তারিখে বাংলাদেশ সুপ্রীমকোর্টের ওয়েব সাইটে প্রকাশিত হয়েছে।
বাংলাদেশ সুপ্রীমকোর্ট, হাইকোর্ট
বিভাগের ওয়েব সাইটে এই ফলাফল পাওয়া যাবে।
পরীক্ষার ফলাফল এই খানে দেখুন-"মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী”
লিখিত পরীক্ষায় অংশ গ্রহনের জন্য
ইতোপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র অবশ্যই সাথে আনতে হবে। নতুন কোন প্রবেশ পত্র প্রার্থীদের
নামে ইস্যু করা হবে না।
বাংলাদেশ সুপ্রীম কোর্টের ঠিকানা: www.supremecourt.gov.bd
Subscribe to:
Posts (Atom)